Rose Good Luck অসময় Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৮:৩১ সকাল



অসময়

Star Star Star

.

এখন খুব খারাপ সময়

গতকালের মত নিশ্চিন্ত একটি সকাল চাই।

কুয়াশা ভেজা শিশিরের উপর

কারো পরিচ্ছন্ন পদচিহ্ন থাকুক-

সতেজ অক্ষত এবং দৃশ্যমান।

বীভৎস দগদগে রাজনৈতিক প্রতিহিংসায়

পুড়ে যাওয়া কোনো পা নয়।

.

এখন খুব ভয়ংকর সময়

শব্দহীন নৈঃশব্দ্যকে বুকে নিয়ে

ভয়াল দুপুরগুলোকে চাই না।

সময়গুলো উপভোগ্য না হলেও

ভরপেট নিশ্চিন্তে ঘুম হোক।

.

বিকেলগুলো এখন মেঘাচ্ছন্ন

ঝলমলে রোদ্রোজ্জল মুহুর্তগুলো,

আসন্ন বিষাক্ত সাঁঝের অপেক্ষায় কম্পমান!

সকল কালো মেঘ সরে যাক

সন্ধ্যায় বাড়ি ফেরা বাবাদের

উদ্বেগগুলো মিলিয়ে যাক।

.

ইদানিং বিষন্ন সন্ধ্যাগুলো যেন নিশ্চুপ মাঝরাত

লালিমার রথে চড়া একটি স্বতঃস্ফুর্ত সূর্যাস্ত চাই!

.

এখন রাত মানেই ঝলসানো মৃত্যু

বার্ণ ইউনিটে অসহায় আত্মসমর্পণ।

জীবনের পথে ছুটে চলা সুস্থ হৃদয়গুলোর

আগামী অনিশ্চিত ভোরের অপেক্ষায়

বিনিদ্র রাত্রি ক্ষেপণ।

.

এখন সময় খুবই অসময়।।

বিষয়: সাহিত্য

৭৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304091
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৪
কাহাফ লিখেছেন :
ক্ষমতা আর স্বার্থপরতায় বিপর্যস্থ জনপদ!
বিভ্রান্ত জনতা ভাবে শুধু,কবে যাবে এ আপদ?
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৭
245963
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ সবাই কেমন ছন্দে ছন্দে কথা কথা বলে, আমাই ওসব পারি না।

তাই সাদামাটাভাবেই বলি, সকাল, দুপুর, সন্ধ্যা রাতগুলো থমথমে না হয়ে স্বাভাবিক হয়ে আসুক।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৮
245988
মামুন লিখেছেন : খুব সুন্দর ছন্দময় অনুভূতি রেখে গেলেন কাহাফ ভাই। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ গাজী সালাউদ্দিন ভাইকেও।Good Luck Good Luck
304105
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : মনের কোণে জমে থাকা অব্যক্ত কথাগুলো খুব সুন্দরভাবেই কাব্যিক রূপ দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৩
245981
কাহাফ লিখেছেন :
হ্রদয় ছোঁয়া এমন মন্তব্য কিভাবে যে করেন বিদগ্ধ জনেরা! অন্তর থেকেই ভালবাসাময় দোয়া চলেই আসে!জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় গাজী সালাউদ্দিন ভাই!!
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২০
245986
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদানে ধন্য করুক।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৯
245989
মামুন লিখেছেন : আপনার মনের কথা তুলে ধরতে পেরেছি, এতেই আমার সার্থকতা।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা।Good Luck Good Luck
304123
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বাই কত সুন্দর লেখে আমি পড়ে পড়ে হতবাক হই.......।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪০
245990
মামুন লিখেছেন : সাথে থেকে আমাকে সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File